কাতার-সৌদির অনুরোধে সংঘাত থেকে সরে এলো পাকিস্তান-আফগানিস্তান

কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখলো পাকিস্তান-আফগানিস্তান। রোববার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। আফগান গণমাধ্যম টোলো নিউজ এ খবর দিয়েছে।আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, পৃথক বিবৃতিতে দেশগুলো বলেছে- তারা কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও প্রকাশ করা হয়েছে।