NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

সোমবার , ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ়, ১৪৩২
সোমবার , ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ়, ১৪৩২

ঝালকাঠিতে খালে পড়ে ছিল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক |নিউজআওয়ারসলাইভ.কম

ঝালকাঠিতে এক খাল থেকে মিজান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মিজান হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি পূবালী সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখা যায়।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ