অসুস্থ মাসুদ রানার শেষ ইচ্ছা পূরণ করলো ছাত্রদল
স্টাফ রিপোর্টার:

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকা ছাত্রদলের কর্মী মাসুদ রানার শেষ ইচ্ছা পূরণ করেছে ছাত্রদল। দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা এই কর্মীর ইচ্ছা ছিল দলের একটি দায়িত্বশীল পদে থাকা। তার এই ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের ৪৮ ঘন্টার জন্য সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, সংগঠনের মাঠপর্যায়ের সব কর্মকাণ্ডে সক্রিয় ও নিরলসভাবে কাজ করে আসছিলেন মাসুদ রানা। অসুস্থতার মধ্যেও দলের প্রতি তার গভীর টান ও দায়িত্ববোধই ছিল তার শেষ অনুরোধের মূল কারণ।ছাত্রদলের নেতারা জানান,“মাসুদ রানা দলের একজন বিশ্বস্ত ও নিবেদিত কর্মী। তার ইচ্ছাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি।”মাসুদ রানার আশু আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা দোয়া চালিয়ে যাচ্ছেন। সবার প্রত্যাশা তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগঠনের কাজে ফিরে আসবেন।


