সাগরের তলদেশে মিলল লাখ লাখ ডলারের গুপ্তধন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে তিনশ’ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া একটি স্প্যানিশ নৌবহরের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে এক হাজারের বেশি রূপা ও সোনার মুদ্রা। খবর সিবিএস নিউজের।ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ থেকে একদল ডুবুরি এই গুপ্তধন উদ্ধার করে। ‘ট্রেজার কোস্ট’ হলো ফ্লোরিডার পূর্ব দিকে আটলান্টিক উপকূলের একটি অংশ যা ইন্ডিয়ান নদী, সেন্ট লুসি এবং মার্টিন কাউন্টি জুড়ে রয়েছে। ১৭১৫ সালের স্প্যানিশ ট্রেজার ফ্লিট জাহাজ ডুবিতে প্রচুর ধন-সম্পদ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলে এ নামকরণ করা হয়েছে।


