NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২
মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

যে কারণে নতুনদের প্রতি সালমানের আগ্রহ

বিনোদন ডেস্ক|নিউজআওয়ারসলাইভ.কম

বলিউডে নতুনদের সুযোগ করে দেওয়ার খ্যাতি রয়েছে ‘সুলতান’ সালমান খানের। এই তালিকায় যোগ হয়েছে আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসাইনের নাম। কিন্তু, নতুন নতুন প্রতিভাবানদের প্রতি তার আগ্রহের বিষয়টি ব্যাখ্যা করেছেন ভাইজান নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে সালমান বলেন, “বলিউডে যখন আমি নিজেই নতুন মুখ ছিলাম তখনকার কথা মনে পড়ে। আমার অনেক সুযোগ ছিলো মুভিপাড়ায় নিজের ক্যারিয়ার গড়ে তোলার। আসলে এটি একটি চাকার মতো।”

তার মতে, সিনেমার জগতে তিনি এখন প্রতিষ্ঠিত। তাই নতুন প্রতিভাবানদের সুযোগ তৈরি করে দেওয়া প্রয়োজন। তিনি মনে করেন, গল্পটি ভালো হলে এবং প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী পেলে সিনেমায় সাধারণত সাফল্য আসেই।

এখন ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ত্বের কল্যাণে সিনেমা বানিয়ে টাকা তোলা তেমন কোনো কঠিন কাজ নয় উল্লেখ করে এই অভিনেতা-প্রযোজক বলেন, “তাহলে তো এটুকু বাজি ধরাই যায়।”

উল্লেখ্য, স্বনামধন্য অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, ডেইজি শাহ, জেরিন খানসহ আরও অনেকেই বলিউডে আসেন সাল্লুভাইয়ের হাত ধরে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ