NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২
মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

অনলাইন ডেস্ক|নিউজআওয়ারসলাইভ.কম

বরিশালের মুলাদীতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়েছেন মসজিদের মুয়াজ্জিন। গত শুক্রবার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন ওই মুয়াজ্জিন।

পরে রোববার এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন হাওলাদার ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে গেছেন।

মোশাররফ হোসেন পূর্ব নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

বর্তমানে দেশে থাকা প্রবাসী জানান, কয়েক বছর বিদেশ থাকার সুবাদে স্ত্রীর কাছে টাকা ও স্বর্ণালংকার পাঠান। এর মধ্যে তার স্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত শুক্রবার স্থানীয়দের হতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই মুয়াজ্জিন। পরে তার টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী ও মুয়াজ্জিন পালিয়ে যায়। 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ