NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২
মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

কাশ্মীর হামলার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক | নিউজআওয়ারসলাইভ.কম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্রতিবাদী ভাষা বরাবরই ভিন্ন। সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনও ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। এবার পহেলগাঁওয়ের হামলার ঘটনাতে নিজের মতো করে প্রতিবাদ জানালেন এই শিল্পী। প্রতিবাদে বাতিল করলেন কনসার্ট।

ভারতীয় গণমামাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাঁওয়ে হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সম্মিলিত সিদ্ধান্তে আগামী রবিবার চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা বাতিল করা হল। যারা কনসার্টের টিকিট কিনেছিলেন তারা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে।

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলায় অন্তত ২৮ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রনৌতে, অনুপম খের ও শ্রেয়া ঘোষালসহ অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ