
বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের। দিল্লিতে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মোট ১০টি চুক্তিতে সাক্ষর করেছে দু’দেশ। ওইসব চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ই-ভিসা চালু করছে ভারত।
প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে মানুষজন কলকাতায় আসেন চিকিৎসা করাতে। শহরের অধিকাংশ উন্নত বেসরকারি হাসপাতালে বাংলাদেশিদের ভিড় দেখা যায়। এরা কলকাতা ও দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন চিকিৎসার জন্য।
বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লিতে বাংলাদেশিদের ভিড় দেখা যায়। তাঁরা এবার অনেকটাই উপকৃত হবে ওই মেডিক্যাল ই-ভিসার ফলে। এবার তাঁরা খুব সহজেই ভারতে চলে আসতে পারবেন।
শনিবার বৈঠক শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমার বিশ্বাস আমরা দুজনে ২০৪৭ সালের বিকশিত ভারত ও স্মার্ট বাংলাদেশ তৈরি করব। যোগাযোগ, ব্যবসা ও দ্বিপাক্ষিক সহযোগিতার উপরে জোর দেওয়া হয়েছে।