
প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের লকার (আলমারি বা দেরাজ) এবং আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ’৮৬ বিশ্বকাপের জার্সি গতকাল নিউইয়র্কে নিলামে তোলা হয়েছে। খেলাধুলায় বিরল স্মারকগুলো নিলামে তোলার এ উদ্যোগ নিলামকারী প্রতিষ্ঠান সথেবির।
সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলর্স লেকার্সে এনবিএ ক্যারিয়ারের সময় কাটিয়েছেন। এই দলটির স্টেডিয়াম ক্রিপ্টো.কম অ্যারেনার পূর্ব নাম ছিল স্টেপলস সেন্টার। সেখানে ব্রায়ান্ট যে লকার ব্যবহার করতেন সেটাই নিলামের মূল আকর্ষণ। ২ আগস্ট এই নিলাম শেষ হবে।