NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১
মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

ভ্রমণ ভিসায় আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে তাদের প্রায় সবাই কর্মী হিসেবে দেশটিতে অবস্থান করছেন। এছাড়া প্রতি বছর বহু বাংলাদেশি দেশটিতে পর্যটন ও ব্যক্তিগত সফরেও যান।

যেসব বাংলাদেশি নাগরিক আবুধাবির সাংস্কৃতিক সমৃদ্ধি বা দুবাইয়ের চোখধাঁধানো সৌন্দর্য দেখতে চান অর্থাৎ শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য আমিরাত যেতে চান, তাদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি এখন আরও সহজ হচ্ছে। বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাদের জন্য সেই সুযোগ নিয়ে এসেছে ডিইউডিজিটাল গ্লোবাল লিমিটেড।

এখন থেকে ডিইউডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন মতে, ২০২৩ সালে বিভিন্ন উপায়ে দুই লাখের বেশি বাংলাদেশি পর্যটন ও ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্যদিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি প্রতিভাত হয়েছে।

ডিইউডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তার অবশ্যই ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি জমা দিতে হবে।

এছাড়া সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র, বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব, হোটেল বুকিংয়ের প্রমাণ ও ভ্রমণ টিকেট।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ