NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

রবিবার , ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
রবিবার , ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

কমেছে ডিজেল ও কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন ও পেট্রল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এতে জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হয়েছে।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে জ্বালানির নতুন মূল্য কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে কেরোসিন ও ডিজেলের খুচরা মূল্য ১০৮ টাকা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অকটেন আগের দামেই ১২৬ ও পেট্রল প্রতি লিটারের দাম ১২২ টাকা রয়েছে। এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করে সরকার। যেখানে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০৮, কেরোসিন ১০৮, অকটেন ১২৬ ও পেট্রল ১২২ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে। সর্বশেষ ২০২২ সালের ২৯ আগস্ট জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ